Khoborerchokh logo

ময়মনসিংহ জেলার প্রথম চিকিৎসক ডাঃ এম. সালেহীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু 734 0

Khoborerchokh logo

ময়মনসিংহ জেলার প্রথম চিকিৎসক ডাঃ এম. সালেহীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

কামাল হোসেন 
 ময়মনসিংহ চক্ষু হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ও আলী রেজা চক্ষু ক্লিনিকের সত্ত্বাধিকারী বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মাকসুদুস সালেহীন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে—রাজেউন)।ময়মনসিংহ জেলায় তিনিই প্রথম চিকিৎসক, যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন, মৃত্যুকালে তিনি এক পূত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।নগরীর ভাটিকাশর গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে ভাটিকাশর গোরস্থানে তার লাশ দাফন করা হয়।তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১৫ ব্যাচের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার মোক্ষপুর গ্রামে।
গতকাল ১৪ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩৯ জন মৃত্যুবরণ করেছেন। মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৪৭জন।
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মাকসুদুস সালেহীনের মৃত্যুতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন। শোক বিবৃতিদাতাগণ হলেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডাঃ এম.এ আজিজ,বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) বাংলাদেশ ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অনার্স এসোসিয়েশেন এর ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরি শংকর দাশ,বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মতিউর রহমান ভূইয়া ও সাধারণ সম্পাদক ডাঃ এইচ. এ গোলন্দাজ তারা, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুুক্তিযোদ্ধা এফ.এম এ সালাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূখ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com